আকাশে সূর্য্যকে ঘিরে বিরল বলয়

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০১৮, ০১:৩৯ পিএম

নাটোর : মেঘে ঢাকা আকাশ। আর সে আকাশের দিকে তাকাতেই দেখা গেলো সূর্য্যের চারপাশে অভাবনীয় সুন্দর আলোর বলয়।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে ওই বলয়টা অল্প সময় স্থায়ী থাকার পর তা ধীরে ধীরে মিলিয়ে যায়। বিরল এই দৃশ্য যারা দেখেছেন তারা দারুণভাবে উচ্ছসিত হয়ে উঠেন। কেউ কেউ মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন দৃশ্যটি।

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার কাউন্সিলর আবু হানিফ জানান,  হালকা মেঘে ঢাকা আকাশের দিকে তাকাতেই এমন দৃশ্য চোখে পড়লো। অনেকেই এটাকে বললেন রংধনু। তবে এমন বৃত্তাকার রংধনু কখনও দেখিনি।

বনপাড়া ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের প্রভাষক নাজমুল ইসলাম জানান, মূলত সূর্য গ্রহণের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য্য একই সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্য্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে সাময়িকভাবে ঢাকা পড়ে যায় সূর্য্য। আর তখন এমন আলোর বলয় তৈরী হয়। তবে এই বলয়টি সূর্য্যকে মেঘে ঢেকে ফেলায় রংধনুর মতোই রঙিন হয়ে দেখা দিয়েছে যা অতি সুন্দর নান্দনিক দৃশ্যে পরিণত হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই