সাড়ে ৪ লাখ চিংড়ির রেণু জব্দ

  • পটুয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০১৮, ০৪:৩৫ পিএম
ফাইল ফটো

পটুয়াখালী: পাচারের সময় প্রায় সাড়ে চার লাখ বাগদা চিংড়ির রেণু ও একটি মিনি ট্রাকসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১২ জুলাই) গভীর রাতে শহরের ব্রিজ টোল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- ট্রাকের চালক মো. খোকন (৩০), শ্রমিক মো. রাসেল (২০) ও মো. সবুজ হাওলাদার (১৮)।

পটুয়াখালী কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান (মনির) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ জুলঅই) গভীর রাতে পটুয়াখালী ব্রিজ টোল এলাকায় অভিযান চালিয়ে কলাপাড়া থেকে রায়পাল অভিমুখে যাওয়ার সময় একটি মিনি পিকআপে (ঢাকা মেট্রো ট-১৩-৩৯৫৫) তল্লাশি চালানো হয়।

এ সময় ১৪টি ড্রামভর্তি প্রায় সাড়ে চার লাখ পিস বাগদা রেণু পোনাসহ তিনজনকে আটক করা হয়।

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম ওই তিনজনের প্রত্যেককে পাচঁ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ রেণুগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

সোনালীনিউজ/এমএইচএম