কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সিলিং ধসে আহত ৭

  • কেরানীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৫, ২০১৮, ০৪:৩৩ পিএম

কেরানীগঞ্জ: কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সিলিং ধসে পড়েছে। এ সময় কাজ করতে থাকা ৭ শ্রমিক গুরুতর আহত হয়েছে।

রোববার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- ময়নউদ্দিন, ফারুক, রবিউল, রাজা, হাবিব, হারুন ও সোহরাব। আহতদের স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে ধ্বংস্তুপের নীচে কোনো শ্রমিক চাপা পড়ে আছে কিনা এ জন্য ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

শ্রমিক সূত্র জানায়, তিনদিন আগে কেন্দ্রীয় কারাগারের নতুন করে মূল ফটকের ছাদ নির্মাণের কাজ শুরু হয়েছিল। তবে সিলিং এর মাঝে কোনো ভিম দেয়া হয় নাই, এর কারণে ধসে পড়তে পারে।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) উপসহকারী প্রকৌশলী কায়সার চৌধুরী বলেন, রোববার (১৫ জুলাই) তারা কাজ করার জন্য আমাদের কাজ থেকে কোনো আনুমতি নেয়নি। তাছাড়া রোববার যখন তারা কাজ শুরু করেছে তখন তারা নীচ থেকে কোনো জোগান অপসারণ করছে কিনা। এই কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মমতাজ ইঞ্জিনিয়ারিং।

মমতাজ ইঞ্জিনিয়ারিং এর মালিক মো. রনির সঙ্গে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সোনালীনিউজ/এমএইচএম