দিনদুপুরে জনতার হাতে তিন চোর আটক

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৪:৩৮ পিএম

ঝালকাঠি : জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের রাজপাশা গ্রামে সোমবার (১৬ জুলাই) সকাল ১১টায় উত্তর রাজপাশার শাহজাহান খানের পরিত্যক্ত একটি ঘর থেকে এলাকাবাসী তিন চোরকে আটক করে।

এলাকাবাসী সূত্রে যানা যায়, পারত্যাক্ত ঘরটিতে লোকজন না থাকায় দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। সেই সুযোগ নিয়ে চোরেরা ঘরটিতে দুইদিন যাবৎ অবস্থান নেয়। অপরিচিত মানুষ এবং তাদের চলাফেরা ও কথাবার্তায় সন্দেহ হলে এলাকাবাসী তাদের গতিবিধির ওপর নজর রাখে, পরে সংঘবদ্ধ চক্রটি শাহজাহান খানের পরিত্যক্ত ঘরে প্রবেশ করলে এলাকাবাসী তাদের ঘরের মধ্যে অবস্থান করা অবস্থায় ধরে ফেলে।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনজনেরই বাড়ি খুলনা বলে জানায়। চোরের সঙ্গে থাকা চোরাই কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে যানা যায়। তবে এলাকাবাসীর আশংকা যে, প্রায় দিন রাতেই বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ গভীর ঘুমে মগ্ন থাকায় এখানে থেকে চোরেরা অনেকের বাড়িতেই চুরি করার পরিকল্পনা করে এই পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছিল।

পরে এলাকাবাসী নলছিটি থানায় খবর দিলে এস আই আশ্রাফুজ্জামান তাদের আটক করে থানায় নিয়ে যান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর