চলাচলের অযোগ্য রাজাপুর-কাঁঠালিয়া সংযোগ ব্রীজ

  • মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৮, ০৯:৩৭ এএম

ঝালকাঠি: রাজাপুর-কাঁঠালিয়া সংযোগ সড়কে নির্মিত ব্রীজটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে যানবাহনসহ জনসাধারণের চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিস সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই ব্রীজটি। কিন্তু এ্যাপ্রোচ সড়কে মাটি ও সলিংএর কাজ না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ব্রীজের দু-পাশে রয়েছে পাকা রাস্তা। এ্যাপ্রোচ সড়কে মাটি ও সলিং না থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। তাছাড়া নির্মিত ব্রীজটির নিকটেই রয়েছে নির্বাচনী ভোটকেন্দ্র। যা আলগী গ্রামের ভোটকেন্দ্র নামে পরিচিত।

এব্যাপারে বাস্তবায়ন সংস্থা (পিআইও) নাসরিন সুলতানার সংঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঠিকাদারী প্রতিষ্ঠানের টাকা আটক রেখেছি, কাজ সমাপ্ত হলে টাকা পরিশোধ করা হবে।

স্থানীয় লোকজনের পক্ষে মোঃ জাকির সিকদার এ সমস্যার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের কাছে অভিযোগ করলে তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দায়িত্ব দেন।

তবে এ অসমাপ্ত কাজ কতদিন পরে সমাপ্ত হবে তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন