এবার পিকআপের ধাক্কায় প্রাণ হারাল ১০ শ্রেণির ছাত্রী সাদিয়া

  • ফরমান শেখ, টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০১৮, ০৫:১৫ পিএম
সাদিয়া জাহান

টাঙ্গাইল : শিক্ষার্থী নিহতের ঘটনায় রাস্তায় বিক্ষোভ নিরাপদ সড়কের দাবিতে চলমান বিক্ষোভের মাঝেই টাঙ্গাইলের সখীপুরে পিকআপের ধাক্কায় সাদিয়া জাহান (১৫) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা। তারা ঘাতক পিকআপ চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী সাদিয়া বেলতলী দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহিন আলী বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় পিকআপের হেলপারকে আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর