প্রাণ আরএফএল গ্রুপের নারী শ্রমিকের গলাকাটা লাশ!

  • হবিগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০১৮, ০৪:৩৯ পিএম
প্রতীকী ছবি

হবিগঞ্জ: জেলার বাহুবলে রুমেনা বেগম (২২) নামের প্রাণ আরএফএল গ্রুপের এক নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ আগস্ট) দুপুরে উপজেলার রাজাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।  

রুমেনা বেগম উপজেলার মোহনপুর প্রকাশি রাজাপুর গ্রামের কিরিম উদ্দিনের মেয়ে ও স্বামী পরিত্যক্তা। তিনি প্রাণ আরএফএল গ্রুপে চাকরি করে জীবিকা নির্বাহ করে আসছিল। তবে কি কারণে হত্যা করা হয়েছে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, রোববার সকালে স্থানীয়রা রুমেনার গলাকাটা লাশ তার নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহের পাশের ধানের জমিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  

নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, ওই নারী শ্রমিক শনিবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়িতেই ছিল। রোববার (৫ আগস্ট) সকালে পরিবারের লোক তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে লাশের সন্ধান পায়।

খবর পেয়ে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও ওসি মো. মাসুক আলীসহ এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মধ্যরাতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে এবং রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সোনালীনিউজ/এমএইচএম