বগুড়ায় জাতীয় শোক দিবসে শোকপদযাত্রা

  • নাহিদ আল মালেক, বগুড়া | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ১১:২১ এএম

বগুড়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বুধবার (১৫ আগষ্ট) বগুড়ায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমবারের মত জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর শোকপদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোকপদযাত্রায় বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আ. লীগ নেতা রাগেবুল হাসান রিপু, টি জামান নিকেতা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক- শিক্ষার্থীরা অংশ নেয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন