বাস দৌড়ে উঠলো দোকানে, প্রাণ গেল ৩জনের

  • নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ০৩:০২ পিএম

রাজশাহী: জেলার নওদাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পার্শ্ববর্তী দোকানে ঢুকে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরের শাহমখদুম থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকার টিংকু (৩০), আনিকা (১৩) ও সবুজ (৩৫)।

এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মিতু (১৩) ও মামুন (২৫) নামে দু’জনের নাম জানা গেছে।

এদিকে ঘটনার পর রাজশাহীর আম চত্বর এলাকায় বিক্ষোভ করছে স্থানীয় বিক্ষুব্দ জনতা। এসময় কয়েকটা বাস ভাঙচুর করেছে বলে জানা গেছে। রাজশাহী-নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে অ্যারো বেঙ্গল নামে একটি বাস নওয়াদাপাড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে থাকা একটি মোটরসাকেলকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী জাহাঙ্গীর ট্রেডার্সে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ওই মোটরসাইকেলের দুই আরোহী অপর একজন নিহত হন।

মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন