কীভাবে ড্রেনে এলো এই যুবকের লাশ?

  • বান্দরবান প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৭:৪৩ পিএম

বান্দরবান: লামা উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া এলাকার ব্রিজের নিচে ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী গ্রামের মৃত সুচিত্র শীলের ছেলে মানিক শীল (৩৬) এর বলে নিশ্চিত করেছেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মিশন পাড়া রোডের সংলগ্ন পানি চলাচলের ড্রেনে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তাদের ধারণা, অতিরিক্ত মদ্যপান করে মানিক শীল রাতের কোন এক সময় রাস্তার পাশের ড্রেনে পড়ে মারা যান।

অপরদিকে নিহতের পরিবার ঘটনাটি পরিকল্পিত খুন বলে দাবি করেন। মানিক শীল পেশায় একজন সেলুনের কর্মচারী ছিল বলে জানা যায়।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরহাতাল শেষে নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে লামা থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে ঘটনার মূল কারণ জানা যাবে। 

সোনালীনিউজ/জেএ