ছিনতাই হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২৬

  • নিজস্ব প্রতিবেদক, রংপুর | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৮, ০২:২৫ পিএম

ঢাকা: সম্প্রতি রংপুরে ছিনতাই হওয়া ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধারসহ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এসময় বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রেতা, চোর ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২৬ জনকে গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে চোরাই মটর সাইকেল, গাঁজা ও মদ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি তদন্ত) মোকতারুল আলম।

তিনি জানায়, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার রাতে এসআই এরশাদ ও এসআই রফিকের নেতৃত্বে রংপুর মহানগরীর শেখপাড়া, বুড়িরহাট ও বেতপট্রিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে সম্প্রতি রংপুরে ছিনতাই হওয়া ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে মাদক বিক্রি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে পুলিশের এমন সফল অভিযানে ছিনতাই হওয়া টাকা উদ্ধার হওয়ায় নগরবাসীর মনে স্বস্তি ফিরিছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন