সেনবাগে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৮, ০৩:১৫ পিএম
প্রতীকী ছবি

নোয়াখালী : জেলার সেনবাগ থানা পুলিশ উপজেলার নজরপুর থেকে রাকিব হায়দার প্রকাশ রাজু নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজু নজরপুর গ্রামের সওদাগর বাড়ি মৃত জিতু সওদাগরের ছেলে। বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজুকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে সে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাবার চেষ্টা চালায়।

এ সময় পুলিশ পানি সাঁতরিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দানকারী এসআই আলমগীর আহত হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর