বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৮, ০৬:৩০ পিএম

টাঙ্গাইল : জেলার কালিহাতীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন। নিহত ব্যক্তি হলেন, ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কদমতলী গারট্ট গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রুবেল (৩০)।

আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের মো. ফারুকের ছেলে মো. সাইফুল (২৫), মো. মজনু মিয়ার ছেলে মিন্টু (৩০), মো. শাজাহান মিয়ার ছেলে আক্কাস আলী (২৩)। বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁছ চারান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাছাই মিলের দেয়াল নির্মাণ করার সময় ৮ জন শ্রমিকের মধ্য ৪ জন শ্রমিক সিমেন্টের খুঁটি স্থাপন করার জন্য উঁচু করলে ওপরে থাকা ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে স্পর্শ লাগলে ৪ জন শ্রমিক ছিটকে মাটিতে পড়ে যায়।

পরে তাৎক্ষণিকভাবে অন্য শ্রমিকরা ৪ জনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় কালিহাতী থানা ইনচার্জ (ওসি) অফিসার মো. মীর মোশারফ হোসেন জানান, নির্মাণ শ্রমিক নিহতের খরব শুনছি। কিন্তু এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর