বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলায় হাজারো মানুষের ঢল

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৮, ০৯:০৭ পিএম

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামের্ন্ট (অনুর্ধ্ব-১৭ /১৮) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখার জন্য উপজেলার বিভন্ন অঞ্চল থেকে হাজারো ফুটবল প্রেমীর ঢল নামে। খেলায় শিমুলবাড়ী ইউনিয়ন ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয় ফুলবাড়ী ইউনিয়ন ফুটবল দল।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়াসংস্থার সহযোগীতায়  ফুলবাড়ী জছিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাশাসক সুলতানা পারভীন।

এ সময় আরো ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, কুড়িগ্রাম জেলা পরিষদের ফুলবাড়ী ৬নং ওয়ার্ড এর সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  হারুন-অর-রশিদ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী জছিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, ওসি খন্দকার ফুয়াদ রুহানী ও বীর মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান আলী প্রমুখ।  

খেলা শেষে উভয় দলের হাতে ব্যাচ ও ট্রপি তুলে দেন জেলা প্রাশাসক সুলতানা পারভীন ।

সোনালীনিউজ/এমএইচএম