কর্ণফুলী গ্যাসের সঞ্চালন লাইনে লিকেজ

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৭:০৬ পিএম
প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার পাঁচলাইশ থানার শ্যামলী আবাসিক এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন লিমিটেডের (কেজিসিএল) মূল সঞ্চালন লাইন লিকেজ হয়ে গ্যাস নির্গত হচ্ছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সঞ্চালন লাইন লিকেজের বিষয়টি ধরা পরে। সন্ধ্যা ৬টার পরে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কেজিসিএল।

এদিকে ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কেজিসিএল কর্তৃপক্ষ। লিকেজ থেকে দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাস্থলে অবস্থান নিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫ ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহিদুর রহমান বলেন, ‘পাঁচলাইশ থানার জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার পাশে শ্যামলী আবাসিক এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন লিমিটেডের মূল সঞ্চালন লাইন লিকেজ হয়ে গ্যাস নির্গত হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিলে ডিফেন্সের আগ্রাবাদ, অক্সিজেন ও চকবাজারসহ ৫ ইউনিট দুর্ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।’

ইতোমধ্যে ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন লিমিটেড (কেজিসিএল) কর্তৃপক্ষ। এর আগ পর্যন্ত ওই সঞ্চালন লাইনে মৃদু আগুন নির্গত হচ্ছিল। অবস্থার উন্নতি হতে আরও ঘণ্টা খানেক লাগবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম