পাবনায় সিএনজি-লেগুনা সংঘর্ষে শিশু নিহত

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৫:২১ পিএম

পাবনা: জেলার বেড়া নগরবাড়ি-বগুড়া মহাসড়কে সিএনজি-লেগুনা সংঘর্ষে তারিন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে নিহত তারিনের বাবা আনিস মোল্লা (৫৫), মা রাহিমা খাতুন (৪০) এবং তারিনের বড় বোন আফরিন (১০)।

শুক্রবার (২১ সেপ্টোম্বর) সকালে মহাসড়কের সমাস নারী মাদ্রাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি বেড়া উপজেলার নলভাঙ্গা গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে  ৯টার দিকে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে  চাকলা মোল্লা বাড়ি থেকে সিএনজিযোগে উপজেলার নগরবাড়ি যাচ্ছিলেন আনিস মোল্লা। সিএনজিটি বেড়া নগরবাড়ি-বগুড়া মহাসড়কে সমাস নারী মাদ্রাসা নামক স্থানে পৌঁছালে একটি লেগুনা পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় তারিন (৫)।

দুর্ঘটনায় আহত হন তারিনের বাবা আনিস মোল্লা (৫৫), মা রাহিমা খাতুন (৪০) এবং বড় বোন আফরিন (১০)। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন