নারী পুলিশ ব্যারাক ও সদর ফাঁড়ি উদ্বোধন করলেন আইজিপি

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৮, ০২:৪১ পিএম
ছবি: সোনালীনিউজ

মুন্সীগঞ্জ : জেলায় নারী পুলিশ ব্যারাক ও সদর পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এছাড়া ৬ তলা ভিত বিশিষ্ট অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে সদরের দিকে দুইটি ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। এর আগে পুলিশ লাইন্সে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। মহিলা ব্যারাক উদ্বোধন শেষে তিনি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন।

পুলিশ লাইন্সে ৪ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৫১৮ টাকা ব্যায়ে ৬ তলা ভিত বিশিষ্ট ২ তলা ব্যারাক ভবন নির্মাণ করা হয়। ২০১৮-১৯ অর্থবছরে ১টি ফ্লোর প্রশাসনিক অনুমোদন হয়ে গেছে। শহরের শ্রীপল্লী এলাকার ৬ তলা ভিত বিশিষ্ট ২ তলা সদর পুলিশ ফাঁড়ি ২ কোটি ৫০ লাখ ৪৯৭ টাকা ব্যয়ে নির্মিত হয়। ২০১৮-১৯ অর্থ বছরে আরো ৪টি ফ্লোরের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। এ ছাড়া ৩ কোটি ৭৩ লাখ ৯১ হাজার টাকা অর্থায়নে ৬ তলা ভিত বিশিষ্ট ৩ তলা অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান, সদর সার্কেল এএসপি খন্দকার আশফাকুজ্জামান, টঙ্গিবাড়ী ও সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামান, ৬ থানার ওসি ও পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর