কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮, ০৫:৫৭ পিএম

মাদারীপুর: নাব্য সংকটে টানা দুই মাস ফেরি চলাচল ব্যাহত হওয়ার পর সোমবার (৮ অক্টোবর) ভোর থেকে স্বাভাবিক হয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল।

নদীতে ড্রেজিংয়ের পর নাব্যতা ফিরে এলে ১৯টি ফেরির সবগুলোই চলাচল করছে। এছাড়া স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচলও।

মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, এই নৌরুটের মুন্সীগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচর দেখা দেয়। ফলে চলাচলকারী ফেরিগুলো প্রায়ই নাব্য সংকটে চরে আটকা পড়ে।

এতে ব্যাহত হয় ফেরি চলাচল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ঘাটে বাড়ে যানবাহন। যার জন্য ছয়টি ড্রেজার দিয়ে বালু অপসারণ শুরু করে বিআইডব্লিউটিএ।

গত কয়েকদিন ধরে সীমিত আকারে ফেরি চললেও ভোর থেকে ড্রেজিং কাজ উন্নতি হওয়ায় সবগুলো ফেরি চলাচল করছে। এদিকে ঘাটে আটকা পরা যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও পচনশীল দ্রব্যের যানবাহনকে প্রাধান্য দিয়ে আগে পারাপার করা হচ্ছে।

সোনালীনিউজ/এমএইচএম