নিলুফা ভিলার দুই নারী জঙ্গির আত্মসমর্পণ

  • নরসিংদী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০৪:২১ পিএম

নরসিংদী : জেলার মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি নিলুফা ভিলার দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছেন। বুধবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আত্মসমর্পণ করেন তারা। অভিযানে থাকা পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর আগে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান,  জঙ্গিদের আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা চালানো হচ্ছে।

মনিরুল ইসলাম বলেন, ‘গাংপারের আস্তানায় ধারণা করা হচ্ছে অন্তত দু’জন বা ততোদিক জঙ্গি থাকতে পারে। আমরা তাদের আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ভেতর থেকে তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তাদের গতিবিধি দেখে মনে হচ্ছে তাদের কাছে ‘এক্সক্লুসিভ’ কিছু থাকতে পারে। সর্বশেষ আত্মসমর্পণ না করলে আমরা অ্যাকশনে যাব।’

সিটিটিসি ইউনিট প্রধান বলেন, ‘আমাদের সোয়াট টিমের অপারেশনের পূর্ণ প্রস্তুতি রয়েছে। তাদের সঙ্গে ভগীরথপুর জঙ্গি আস্তানার যোগ সূত্র রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এই আস্তানার জঙ্গিদের নামে আগে নাশকতার মামলা রয়েছে। আর মঙ্গলবার নিহত জঙ্গিদের পরিচয় পাওয়া যায়নি। আমরা তাদের ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছি। পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর