অতিরিক্ত মদ পানে তিনজনের মৃত্যু

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৮, ০৬:২৭ পিএম

ঝিনাইদহ : জেলার কালিগঞ্জে অতিরিক্ত মদপানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ২ জন অসুস্থ হয়ে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। শুক্রবার বিকেলে শারদীয় দুর্গাপূজার বির্সজনের সময়ে আনন্দে মদ পান করলে ৫ জন অসুস্থ হয়। এদের মধ্যে বিকাশ বিশ্বাস, টিটো কর্মকার ও মুন্না দাষ গতরাতে ও ভোরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ওসি ইউনুছ আলী জানান, দুর্গাপূজার বির্সজনের আগে জেলার কালীগঞ্জ উপজেলা শহরের বলিদাপাড়া, কালিবাড়ি ও কলেজ পাড়ার ৫ জন যুবকেরা আনন্দে অতিরিক্ত মদপান করে। একপর্যায়ে তারা মদপানে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতরাতে তাদেরকে যশোর মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- বলিদাপাড়া গ্রামের বিমল বিশ্বসের ছেলে বিকাশ বিশ্বাস , কালিবাড়ীর পাশে বিমল কর্মকারের ছেলে টিটো কর্মকার ও কলেজ পাড়ার অখিল ড্রাইভারের ছেলে মুন্না দাষ। ময়নাতদন্ত শেষে তাদের মৃতদেহ পরিবারের কাছে পাঠানো হবে বলে পুলিশ জানায়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর