ছাত্রলীগের হাতে জঞ্জালমুক্ত হলো স্মৃতিস্তম্ভ

  • আব্দুস সালাম আরিফ, পটুয়াখালী | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮, ০২:২৭ পিএম

পটুয়াখালী: জেলা শহরের প্রবেশদ্বার চৌরাস্তার গোল চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা বিভিন্ন সাইনবোর্ড, পোস্টার, ব্যানার অপসারণ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত বুধবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদারের নেতৃত্বে এই কর্মসূচি শুরু করেন তারা।

হাসান সিকদার বলেন, ‘বিভিন্ন ধরনের পোস্টার লিফলেট ও বিজ্ঞাপনের আড়ালে শহরের একমাত্র মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটি এতদিন চাপাপড়ে ছিল। ফলে দেশি-বিদেশি পযর্টকদের কাছে তাদের শহরের ভাবমূতি ক্ষুণ্য হতো।

এ ছাড়া মহাসড়কের চারদিক থেকে যাওয়া যানবাহনগুলো অপর পাশের যানবাহন দেখতে পেত না। ফলে প্রায়ই দুঘর্টনা ঘটত। এ সমস্যার সমাধান করতেই তারা এই কমর্সূচি হাতে নেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন