টোল মুক্তির দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৮, ০৫:০৩ পিএম

কেরানীগঞ্জ : বুড়িগঙ্গা ১ম সেতুর টোল মুক্তের দাবিতে সিএনজি চালিত অটোরিকশার চালকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সোমবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে চালকরা এ বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পরে অনেকেই পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

২০১৫ সালে চালকদের আন্দোলনে দাবিতে সিএনজি চালিত অটোরিকশা টোলমুক্ত করা হয়, এর চলতি বছরে ২১ অক্টোবার পুনরায় আবার টোল চালু করে। তবে ২০১৫ সালে সিএনজির টোল ১০ টাকা থাকলেও এখন করা হয়েছে ২৫ টাকা।

অন্যদিকে মোটর সাইকেলের টোল ধরা হয়েছে ১৫ টাকা টোলমুক্ত আন্দোলনের আহবায়ক এমদাদুল হক দাদনের নেতৃত্ব আন্দোনকারী চালকরা ঘোষণা দিয়েছেন যদি সন্ধ্যা ৭টার ভেতর তাদের দাবি মেনে না নেওয়া হয় তবে পরবর্তীতে আরো জোরালো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে ইজারাদার খোরশেদ আলম জানান, এটা সরকার কর্তৃক নির্ধারিত, তবে সরকার যদি টোলমুক্ত করে দেয় তাহলে মেনে নেব।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর