পদ্মায় টহল পুলিশ ও জেলেদের মধ্যে গোলাগুলি

  • মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ১২:১৪ পিএম
ফাইল ছবি

মুন্সীগঞ্জ: জেলার লৌহজংয়ের শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে টহলরত পুলিশের উপর গুলি চালিয়েছে জেলেরা। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের ট্রলার চালক মোঃ আলামিন (৩২) আহত হয়েছেন।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরমান হোসেন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে সংগীয় ফোর্স নিয়ে লৌহজং এর পদ্মা নদীতে গেলে আকস্মিক জেলেদের নৌকা থেকে পুলিশের উপর গুলি চালানো হয়। এতে পুলিশের ট্রলার চালক আরমানের পায়ে গুলি লাগে। তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, পুলিশও পাল্টা গুলি চালালে জেলেরা ট্রলার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জেলেদের কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।

লৌহজং পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, এ ঘটনা ঘটার পরপরই লৌহজং থানা থেকে নদীতে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক ডাক্তার রাফি জানান, গুল্লি বিদ্ধ একজন রুগি আসে। উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে এখানে গুল্লি বের করা সম্ভব হয়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন