প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬২ শিক্ষককে প্রশিক্ষণ

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০৫:০৬ পিএম

ঝালকাঠি : প্রতিবন্ধী শিশুদের সুরক্ষা ও পাঠদানের ওপর ঝালকাঠি জেলার সাতটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬২ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। ডিসি মো. হামিদুল হক প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

জেলা প্রাসকের সম্মেলন কক্ষে সাত দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রশাসন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি মো. হামিদুল হক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতবর ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর