মহান সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালিত

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৮, ০৬:০৮ পিএম
ছবি: সোনালীনিউজ

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ৭ নভেম্বর মহান সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় কর্নেল আবু তাহের সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় কর্নেল আবু তাহের সংসদ জেলা শাখার সভাপতি নিয়ামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি মো. মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জমান মুনির, কর্নেল আবু তাহের জেলা সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু এবং জাসদ নেত্রী তৌহিদা খাতুন।

সভায় বক্তারা, কর্নেল আবু তাহেরের আত্মত্যাগ ও জীবনীর বিভিন্ন দিক আলোকপাত করে তা আজকের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান।

র‌্যালি ও আলোচনা সভায় জেলা জাসদ ও কর্নেল আবু তাহের সংসদের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর