একাদশ নির্বাচনের প্রস্তুতি, ভোট কেন্দ্রে পুলিশি টহল

  • পটুয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৮, ০৬:১৭ পিএম
ছবি: সোনালীনিউজ

পটুয়াখালী : একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে পটুয়াখালী জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছে জেলা পুলিশের একাধিক টিম। শনিবার (১০ নভেম্বর) দুপুরে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পুলিশ সুপারের নিদের্শক্রমে সকল ভোট কেন্দ্র পরিদর্শন করছে পুলিশের একাধিক টিম। ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সার্বিক ঝুঁকি আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করাতে পারে সে বিষয়ে পুলিশ প্রশাসন কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

পটুয়াখালী জেলার ৪টি সংসদীয় আসনে এ বছর ৪৮৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নির্বাচনের পরিবেশ ও ভোট গ্রহণ সুষ্ঠু করতে এসব ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর