দুই বাসের সংঘর্ষে সড়কে ঝরল চার প্রাণ

  • নরসিংদী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৮, ০৩:১৩ পিএম

নরসিংদী : জেলার শিবপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন হলেন- শিবপুরের ঘোড়ারগাঁও গ্রামের আলাউদ্দিন (৬০), লোকাল বাসের চালক উত্তর নাগরিয়াকান্দি গ্রামের আনোয়ার হোসেন (৫০) ও শিবপুরের কারাচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৫)। একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অর্জুন দাস গণমাধ্যমকে জানান, বেলা ১১টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দু’টি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ সময় আহত হন অন্তত ২২ জন। আহতদের নরসিংদী জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর