মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৮, ০৫:৩৯ পিএম
ছবি: সোনালীনিউজ

মুন্সীগঞ্জ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার সায়লা ফারজানা। এতে দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার পর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। জেলা ৩টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মোট ২২জন নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ সময় জেলা রিটার্নিং অফিসার সায়লা ফারজানা বলেন, আপনারা নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালন করে প্রচার-প্রচারণা করবেন। মুন্সীগঞ্জের ৩টি আসনে যাতে কোন প্রকার আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে।

প্রথমে মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের পক্ষে প্রতীক নেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী শেখ মো. শিমুল তার প্রতীক কোদাল মার্কা নিয়ে আসেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর