বগুড়ায় বগি লাইনচ্যুত হয়ে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০১৮, ০১:৫৫ পিএম

বগুড়া: খুলনা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকা ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে বগুড়া জেলার সান্তাহার পৌঁতা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনটি সান্তাহার স্টেশন হয়ে পৌঁতা রেলগেট অতিক্রম করার পরপরই মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকা ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা জানা গেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন