পায়রা বন্দরে নিয়োজিত দুই চীনা নাগরিক কোটি টাকাসহ আটক

  • বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৮, ১০:৫৪ এএম

বাবুগঞ্জ (বরিশাল): বরিশাল বিমানবন্দর থেকে রাজধানী ঢাকায় যাওয়ার পথে দেড় কোটি টাকাসহ ২ চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। একই সাথে তাদের সাথে থাকা ৩ বাংলাদেশীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দরে প্রবেশদ্বার থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।’

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন- বিমানবন্দরের আর্চওয়ে দিয়ে প্রবেশের সময় তাদের কাছে টাকা থাকায় সংকেত পাওয়া যায়। তখন তাদের কর্তৃপক্ষ আটকে রেখে থানায় খবর দিয়ে পুলিশ গিয়ে নিয়ে আসে। তাদের কাছ থেকে ১ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা পটুয়াখালীর পায়রা বন্দর নির্মাণকাজে নিয়োজিত। কিন্তু এত টাকা কোথা থেকে পেল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। ফলে তাদের হেফাজতে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই পুরো বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন