জননিরাপত্তায় ‘রোবাস্ট পেট্রলিং’

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৮, ০৪:১৩ পিএম

মৌলভীবাজার : সুষ্ঠু নির্বাচনী পরিবেশ রক্ষায় এবং জননিরাপত্তার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শ্রীমঙ্গলস্থ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯। এই বিশেষ উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘রোবাস্ট পেট্রলিং’।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গলস্থ র‌্যাব ৯ ক্যাম্প থেকে র‌্যাবের বেশ কয়েকটি গাড়ি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে । র‌্যাবের এ 'রোবাস্ট পেট্রলিং' কার্যক্রম পরিচালনা করেন র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব ৯ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং নির্বাচন নিয়ে তাদের মনে যেনো কোনো ভয়ভীতি কাজ না করে সেই লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ‘রোবাস্ট পেট্রলিং’ পরিচালনা করছে র‌্যাব।

তাছাড়া কেউ যেনো  প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং  নির্বাচনকে ঘিরে যাতে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নাশকতাকারীরা কোন রকম নাশকতা না করতে পারে সে কারণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই