নাটোরে আমড়া খেয়ে শিশুর মৃত্যু

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৯, ০৮:২২ পিএম
নিহত আব্দুল্লাহ

নাটোর : জেলার সিংড়ায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আব্দুল্লাহ সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম সোহেল রানার ছেলে। তার বাড়ি সিংড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডে।

জানা যায়, শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে খাদেম সোহেল রানার কন্যা ফাতেমা (৭) বাড়ির পাশে ভাই আব্দুল্লাহকে নিয়ে খেলা করার সময় গাছের নিচে একটি আমড়া কুড়িয়ে পায় এবং দুই ভাইবোন আমড়াটি খায়। খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে দু’জনেই বমি করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশু আব্দুল্লাহ। আর মেয়ে ফাতেমাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ফাতেমাকে বাড়ি পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক জামান।

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, এ বিষয়ে কেউ লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেনি, ঘটনাটি সংবাদকর্মীদের কাছ থেকে শুনেছি মাত্র।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর