জাটকাসহ ট্রলার আটক

১২ জেলেকে ৬০ হাজার টাকা জরিমানা

  • মোরেলগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৯, ০৭:৩৮ পিএম
ছবি : সোনালীনিউজ

বাগেরহাট : জেলার মোরেলগঞ্জে আহরণ নিষিদ্ধ জাটকা ইলিশ বহনের দায়ে পিরোজপুর, পাথরঘাটা ও মঠবাড়িয়ার ১২ জন জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. কামরুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাথরঘাটা উপজেলার খলিলুর রহমান মুন্সি, জলিল আকন, বেল্লাল হাওলাদার, রুস্তুম বেপারী, জামাল মাঝি, আরিফ চৌকিদার, সুমন মল্লিক, পিরোজপুরের মহিদুল মল্লিক, মাসুদ মোল্লা, মানজুর ফকির, সোবাহান মল্লিক ও মঠবাড়িয়ার ফিরোজ হাওলাদার।

সোমবার বিকেলে কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্টের একটি টহল টিম পানগুছি নদীর সন্ন্যাসী এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলার থেকে দেড় মণ জাটকা উদ্ধারসহ ১২ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে এ দণ্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর