সীমান্তে বিজিবির গুলিতে কিশোর নিহত, আহত ৩

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ১২:৩৪ পিএম

সিলেট : সিলেটের কানাইঘাট সীমান্তে চোরকারবারীদের ধাওয়া করার সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র গুলিতে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় চোরাকারবারীদের পাল্টা হামলায় বিজিবি’র তিন সদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কানাইঘাটের সুরাইঘাট সীমান্তের সনাতন পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর সিরাজ ঘটনার সময় সীমান্ত এলাকা দিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিল বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওসি জানান, চোরাকারবারীদের তৎপরতার খবর পেয়ে সন্ধ্যার দিকে সোনারতল সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাচালানকারীরাও বিজিবি সদস্যদের ধাওয়া করে। এ সময় বিজিবি গুলি ছুঁড়লে স্থানীয় কিশোর সিরাজ মারা যান। রাতে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে পুলিশ।

এদিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সুরত আলী জানান, চোরাকারবারীদের পাল্টা হামলায় বিজিবি’র এসিপি সাইদ, নায়েক ইমাম, নায়েক নুর নবী আহত হয়েছেন। আহত ২ বিজিবি সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই