ফের বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৮:৩৪ পিএম

ঠাকুরগাঁও: চার দিন পর ফের ঠাকুরগাঁওয়ের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। এবার জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক মো. জেনারুল নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত মো.জেনারুল হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আবদুল তোয়াফের ছেলে।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, মঙ্গলবার ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। এ সময় মালদ্বখণ্ড ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জেনারুল নিহত হন। তবে বাকি গরু ব্যবসায়ীরা পালিয়ে বাংলাদেশে আসেন।

৪২-বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, নিহত জেনারুলের লাশ আইনি প্রক্রিয়া শেষে ফেরত দেয়ার কথা হয়েছে। বিজিবিকে লাশ ফেরতের বিষয়টি ভারতের মালদ্বখণ্ড ক্যাম্পের বিএসএফ নিশ্চিত করেছে।

৪২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান বলেন, সব প্রকার প্রক্রিয়া শেষ করে পতাকা বৈঠকের মাধ্যমে নিহত যুবকের লাশ ফেরত আনা হবে।

উল্লখ্য, ১৮ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) এক বাংলাদেশি নিহত হন।

সোনালীনিউজ/এমএইচএম