ডা. জাফর উল্লাহ একজন মানসিক ভারসাম্যহীন মানুষ

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৬:৪৫ পিএম
মাহবুব-উল-আলম হানিফ । ছবি : সোনালীনিউজ

কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ডা. জাফর উল্লাহ একজন মুক্তিযোদ্ধা, সাধারণত যাদের বয়স বেশি হয়ে যায় তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তিনিও একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, তার কথা আমলে নেওয়ার কোনো যুক্তিকতা নেই।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে যোগ দেওয়ার আগে ইসির ইমামতিতে দেশে গণতন্ত্রের কবর রচনা হয়েছে, ডা. জাফর উল্লাহ’র এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

হাইকোর্টে বিএনপি ও গণফোরামের মামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে। নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা এসব বিভ্রান্তমূলক কথা বার্তা বলছে। বরং তারা তাদের পরাজয়ের কারণ খতিয়ে দেখে চিন্তা-ভাবনা করে তাহলে ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনের জন্য এগিয়ে যেতে পারবে বলে মনে করি।

এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এস এম মুসতানজিদ, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুজ্জামান, আরএমও ডা. তাপস কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর