উজিরপুরে বাসচাপায় ঝড়ে গেল শিশুর প্রাণ

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০৮:০১ পিএম
প্রতীকী ছবি

বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডে দ্রুতগামী বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেই শিশু বিকাশ দত্ত (৭) পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার শংকরপাশা গ্রামের দুলাল দত্তের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরনদীর শংকরপাশা থেকে বিকাশকে নিয়ে তার বাবা মাহেন্দ্র যোগে উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে বামরাইল বাসস্ট্যান্ডে মাহেন্দ্র থেকে নেমে মহাসড়কের পূর্ব থেকে পশ্চিম পাশে যাচ্ছিল।

এ সময় বরিশাল থেকে বিপরীতমুখি চরমোনাই মাহফিল ফেরত একটি বাস শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর লাশ উদ্ধার করে।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর