ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০১৯, ০৩:০৮ পিএম
ছবি : সোনালীনিউজ

ঝিনাইদহ : ‘নিরাপদ মানসম্মত পণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, চেম্বার অব কমাসের সহ-সভাপতি নাসিম উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। অনুষ্ঠানে স্বাগত রাখেন ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু।

ভোক্তার অধিকার রক্ষায় ব্যবসায়ীদের আরও সততার সঙ্গে ব্যবসা করা ও ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর