লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালো কর্মসূচি পালিত

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০৮:৪১ পিএম
ছবি : সোনালীনিউজ

বগুড়া : ২৫ মার্চ কালো রাতে পুলিশ বাহিনীর অবদানকে স্মরণীয় করে রাখতে এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধায় লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালো কর্মসূচি বগুড়ায় সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় পালিত হয়েছে।

বগুড়া জেলা পুলিশের আয়োজনে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সোমবার সন্ধ্যা ৭টা ১ মিনিটে এ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করা হয়।

প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের এশিনাল ডিআইজি মোখলেছুর রহমান বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহম্মেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর