নিজের গায়ে আগুন দিলেন রানা প্লাজার উদ্ধারকর্মী হিমু

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৯, ০৯:১৭ পিএম

ঢাকা: রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়ায় নওশাদ হাসান হিমু (২৭) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হিমু গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে বিরুলিয়ার শ্যামপুর এলাকার আবদুল হক মোল্লার বাড়ি থেকে হিমুর মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে একা ভাড়া থাকতেন হিমু।

পুলিশ বলছে, বুধবার (২৪ এপ্রিল) রাতে তিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগান।

সাভার মডেল থানার ওসি এস এম সায়েম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিমু আত্মহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। ওই ভবনে আটকে পড়াদের উদ্ধারে অন্যতম কর্মী ছিলেন নওশাদ হাসান হিমু।

ভবন থেকে আহত অনেক মানুষকে উদ্ধার করে সবার নজর কেড়েছিলেন হিমু। রানা প্লাজা ধসের ষষ্ঠবার্ষিকীতে সেই ২৪ এপ্রিলই নিজের গায়ে আগুন লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি।

সোনালীনিউজ/এমএইচএম