টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০৯:৩৬ এএম

কক্সবাজার: জেলার টেকনাফ উপজেলায় পুলিশ ও বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সিরাজ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সাবরাং বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত সিরাজ, উপজেলার সাবরাং এলাকার ফজল আহমদের ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ  এসব তথ্য জানান।

তিনি জানান, সাবরাং বেড়িবাঁধ এলাকা দিয়ে ইয়াবার চালান ঢুকবে এমন খবর পেয়ে পুলিশ ও বিজিবি সেখানে যৌথ অভিযানে যায়। টের পেয়ে মাদককারবারীরা পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

আত্মরক্ষার্থে গুলি চালালে একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় সিরাজের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। লাশটি উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন