মুন্সীগঞ্জে ‘এ’ প্লাস ক্যাম্পেইন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৫:৪৩ পিএম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে এই সভা আয়োজিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, দৈনিক সভ্যতার আলো পত্রিকার বার্তা সম্পাদক মামুনুর রশীদ খোকা, প্রচার বিষয়ক সম্পাদক সাইফুর রহমান টিটু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজিল হাসান প্রমুখ।

সভা সূত্রে জানা যায়, জেলায় মোট ১৬৩৫ টি কেন্দ্রে ১৬৫ জন স্বাস্থ্য সহকারী(এইচএ), পরিবার কল্যান সহকারী(এফডাব্লিউএ) ২১৭ জন, সিএইচসিপি ১১৭ জন ও প্রতিকেন্দ্রে ২ জন করে ৩ হাজার ২৭০ জন নিয়োজিত থাকবে।

সোনালীনিউজ/এমএইচএম