‘ইভিএম-এ উপনির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে’

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৭:৫০ পিএম

বগুড়া: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘ইভিএম-এ ভোট শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে। ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের কোনো সুযোগ নাই। ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ শেষে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা যায়।’

বুধবার (১৯ জুন) বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভোটকেন্দ্রে সেনাবাহিনীর প্রয়োজন নাই। তবে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণের কারণে সেনাবাহিনীর টেকনিক্যাল ম্যান থাকবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, ‘যে কোনো নির্বাচনে সব দল অংশগ্রহণ না করলে ভোটার উপস্থিতি কম হয়, যা উপজেলা নির্বাচনে লক্ষ্য করা গেছে। তবে বগুড়া-৬ আসনে সব দল অংশ নেয়ায়, এখানে ভোটারদের উপস্থিতি কম হবে না।’

রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শুরু হয়। সভা শেষে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন। সভায় জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম