এফআর টাওয়ারে আগুন

সাবেক রাজউক চেয়ারম্যানসহ তিন কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০১:১৪ পিএম

ঢাকা : বনানীর এফআর টাওয়ারে নকশা জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান কে এ এম হারুন, সাবেক ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকী, সহকারী অথরাইজড অফিসার মো. নজরুল ইসলামকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এরআগে সোমবার ওই তিনজনের জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য আজ তারিখ ধার্য করা হয়। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। 

সোমবার শুনানিকালে আদালত বলেন, ‘১৬ তলা ভবনকে ২৩ তলা করা হয়েছে। এরাই তো পয়সা খেয়ে নকশা অনুমোদন দেয়। নিজেদের ব্যক্তিস্বার্থে দায়িত্ব পালনে অবহেলা করেছে। কিছু কিছু মানুষের জন্য সব কিছু এলোমেলো হয়ে যায়।’ 

আদালত বলেন, ‘তাদের অবহেলা ও অনিয়মের কারণেই ঢাকা শহরে অনেক ভবন অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। এদের জামিন না দিয়ে সোজা জেলে পাঠিয়ে দিতে হবে।’

জামিন আবেদনকারীদের কারাগারে পাঠানোর বিষয়ে আদালতের কথা শোনার পর তাঁদের আইনজীবী বলেন, ‘এঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তাঁরা আদালতে হাজির হয়েছেন। এঁরা ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতেন। কিন্তু তা না করে আদালতে এসেছেন। তাই তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের সুযোগ করে দিতে জামিন চাচ্ছি।’ 

জামিন আবেদনের বিরোধিতা করে দুদকের আইনজীবী বলেন, ‘এদের অনিয়ম ও অবহেলার কারণে সেখানে আগুনে অনেক লোকের প্রাণহানি হয়েছে। একজন বিদেশিও মারা গেছেন। তারা কোনোভাবেই জানি পাওয়ার যোগ্য নয়।’ 

নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে একটি টাওয়ারকে ১৬ তলা থেকে ২৩ তলা করার অভিযোগে সংশ্লিষ্ট টাওয়ারের মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে গত ২৬ জুন পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় জামিনের আবেদন করা হয়। 

গত ২৮ মার্চ বনানীতে এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬জন নিহত এবং ৭০ জনের মতো আহত হয়।

সোনালীনিউজ/এএস