করোনা রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০২০, ০৬:০৪ পিএম
ফাইল ছবি

ঢাকা : দেশে ছড়িয়ে পড়া মহামারি করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রোববার (২৮ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে এ রিটটি করেন।

এ বিষয়ে মনিরুজ্জামান জানান, বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

রিট আবেদনে বলা হয়েছে, করোনা টেস্টের রিপোর্ট আসতে দেরি হওয়ায় করোনা আক্রান্ত ব্যক্তি না জেনেই আরও অনেককে আক্রান্ত করছেন। কারণ শনাক্ত হওয়ার আগে তিনি নিজেই জানেন না তিনি আক্রান্ত কিনা। তাই করোনা সংক্রমণের বিস্তার রোধে নমুনা সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে টেস্টিং কার্যক্রম শেষে রিপোর্ট দিলে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে আরও অনেকের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে না। রিপোর্ট পজিটিভ হলে আক্রান্ত ব্যক্তি নিজেই সাবধানে থাকতে পারবেন।

ওই রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ