মানসিক স্বাস্থ্য আইন-২০১৬’র খসড়া তৈরি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০১৬, ০৪:৫০ পিএম

জেল-জরিমানা ও অর্থদন্ডের বিধান রেখে মানসিক স্বাস্থ্য আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। নতুন এ আইনের নামকরণ করা হয়েছে ‘মানসিক স্বাস্থ্য আইন, ২০১৬’। এ আইনের মাধ্যমে মানসিক রোগে আক্রান্ত নারী-পুরুষের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও চিকিৎসা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে।

এর আগে ১৯১২ সালে ব্রিটিশ শাসনামলে প্রণীত ‘দ্য লুনাসি এ্যাক্টে’র মাধ্যমে এ সংক্রান্ত বিষয়ের বিবাদ নিষ্পত্তি করা হতো, যা বাংলায় পাগল আইন হিসেবে পরিচিত ছিল।

দীর্ঘ ১০৪ বছর পর সরকার নতুন আইন প্রণয়ন করছে। আইন কমিশনের সূত্র মতে, ১৯৮৭ সালে ভারত এই আইন পরিবর্তন করে মানসিক স্বাস্থ্য আইন এবং পাকিস্তান ২০০১ সালে মানসিক স্বাস্থ্য অর্ডিন্যান্স জারি করে। বাংলাদেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট উদ্যোগ নিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বাত্মক সহযোগিতায় আইনের প্রাথমিক খসড়া চূড়ান্ত করে আইন কমিশন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই