হাফিজসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০১৬, ০৫:৪৩ পিএম

বাসে আগুন দেয়া ও গাড়ি ভাঙচুরের এক মামলায় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ ও সালাহ উদ্দিন আহমেদসহ ১১ জনকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মঙ্গলবার এই পরোয়ানা জারির আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস পাল জানিয়েছেন। এই ১১ জনের তালিকায় আরও রয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ কাইয়ুম, তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মারুফ কামাল খান।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল গত বছরের ৩১ জুলাই। সেটি আজকে আমলে নিয়ে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি বাসে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ভাটারা থানায় এই মামলা দায়ের করা হয়।

সোনালীনিউজ/এইচএআর