রনির বিরুদ্ধে দুজনের সাক্ষ্য গ্রহণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০১৬, ০৪:৫১ পিএম

রাজধানীর নিউ ইস্কাটনে দুই খুনের ঘটনায় দায়ের করা মামলায় বখতিয়ার আলম রনির বিরুদ্ধে দুইজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামসুন্নাহার সাক্ষ্য গ্রহণে শেষে আগামী ২৮ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
 
মামলার বাদী নিহত রিকশাচালক হাকিমের মা মনোয়ারা বেগম এবং অটোরিকশাচালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম সাক্ষ্য দেন। এ সময় অঝোরে কাঁদেন ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম। তখন বিচারক তাকে শান্ত হতে বলেন। তারপর আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তাকে জেরা করেন। জেরা শেষে আদালত আগামী ২৮ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
 
উল্লেখ্য, গত বছর ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রংয়ের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/এইচএআর