হিন্দুদের ওপর হামলার পরিকল্পনা

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৬, ১২:০৬ পিএম

দেশের উত্তরাঞ্চলীয় রাজশাহীতে নতুন একটি জঙ্গি গোষ্ঠীর দুজনকে গ্রেফতার করেছে বলে বলছে জেলার পুলিশ।

রাজশাহীর বাগমারা থেকে আনসার রাজশাহী নামে এরা জঙ্গি কার্যক্রম শুরু করেছে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর তাদের হামলা করার পরিকল্পনা ছিল বলে পুলিশ উল্লেখ করছে।

পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া বিবিসিকে জানান, গ্রেফতারকৃত দুজন জঙ্গি মতাদর্শে বিশ্বাসী ছিল এবং তারা স্থানীয় একজন হোমিওপ্যাথি ডাক্তারের ওপর হামলার পরিকল্পনা করেছিল, যিনি হিন্দু সম্প্রদায়ের সদস্য।

হামলার পরিকল্পনার অংশ হিসেবে তারা ওই ডাক্তারের কার্যালয়ের আশপাশে পরিস্থিতি যাচাই করেছে।

মোয়াজ্জেম ভুঁইয়া জানান, এসব জঙ্গিরা মোবাইল ফোনে একটি অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করেছিল।

তাদের সহযোগী হিসেবে আরো ছয়জনকে সনাক্ত করেছে পুলিশ। এ গোষ্ঠীটি স্থানীয়ভাবেই কারো দ্বারা উদ্বুদ্ধ হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত একজন বাগমারা আর অন্যজন পাবনার বাসিন্দা। পুলিশ তাদের মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ করেছে।–বিবিসি

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ