জেএমবির চার নারী রিমান্ডে

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৬, ০৬:০৬ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাবের হাতে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৭ আগস্ট) দুপুর ৩টা ১০ মিনিটে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আটক হওয়া ওই চার নারীকে পুলিশের পক্ষ থেকে বুধবার (১৭ আগস্ট) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক সংবাদ সম্মেলনে জানায়, ওই চারজনকে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো- জেএমবির নেত্রী আকলিমা রহমান, ঐশী, মৌ ও মেঘলা। আকলিমা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম